হে প্রভু! তুমি তো অন্তরযামি, আমাদরে করো মেহেরবাণী;
সত্যের আলোয় আলোকিত করে দাও আমাদের জীবনখানি।
এ বিশ্বচরাচরে তুমিই অন্তরযামি। সুশোভিত করো এ ধরা,
মাফ করে দাও, তোমার কুদরতে জাগিয়ে দাও এ বসুন্ধরা।
আমাদের পাপে আজ মানব বসতি বিশ্বপ্রকৃতি বিপর্যয়,
সময় থাকতে সচতেন হই না, তবু মাফ করো হে দয়াময়।
করোনার সময় বুজেছে মানুষ, মর্মে মর্মে বুজেছে মৃত্যু ভয়;
ক্ষমতার লোভে শান্ত সমাজ-জাতিকে অশান্ত করে দেয়।
দয়া করো প্রভু! ক্ষমা করো প্রভু! সঠিক পথের নিশানা দাও,
হে রহিম-রহমান তোমার রহমত-মাগফিরত-নাযাত দাও।
তোমার উপর ভরসা রেখে যেন কোরান-হাদিস মানি,
সত্যের আলোয় মহামানবের আদর্শে গড়ি জীবনখানি।
হে অন্তরযামি! আমি তো তোমার রহমতের প্রেমি,
রোজার রহমতে সংযম সাধনায় আমাকে করো দামি।
হে দয়াময়! তুমি তো অফুরন্ত প্রশান্তর উৎস, মহমিাময়;
মিথ্যা রুখে, সংযমে, আত্মবিশ্বাসে গড়ি বিশ্বমানবতায়।