দেখা হবে হয়ত
তবে ফিরে পাবে না,
সময়ের সাথে তুমিও যাবে দূরে!
আসবে ঘুরে বছর পরে
থাকবে দূরে দূরে
যোজন যোজন মাইল-কিলো
স্মৃতির পাতায় জমবে ধুলো।
হায় হ্যালোতে বলবে ভালো
ছিলেই কেমন? কেমন আছো বলো?
সময়কে আর পাবে না ফিরে!
গোধুলি আলোয় ধীরে ধীরে
সন্ধ্যা আঁধারীর জীবন পথে
অবাক তাকিয়ে একলা বীজন পথে।
( ২২ অক্টোবর ২০১৭, শনিবার)