মেঘবৃষ্টি

শ্রাবণ ধারায় নীল আসমানে এলো মেঘবৃষ্টি,
স্বপ্নাতুর প্রেমিক মনে আবেগ মেশানো দৃষ্টি।
মেঘবৃষ্টিতে ভেজার ব্যাকুলতায় আত্মহারা,
চুলের খোঁপায় কদমের স্পর্শে মন দিশেহারা।
স্বর্ণালী জমিনে অপূর্ব বর্ণালীর হাতছানি,
মায়াবী প্রেমাতুর উত্তরীমেঘ সে যে কুমুদিনী।
স্বপ্নিল জগতে ভাবুক হৃদয়ে অবাক চাহনির দৃষ্টি,
প্রেম পূজারির মহাকাল পেরিয়ে চোখে মেঘবৃষ্টি।
(৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৬ আষাঢ় ১৪২৩)