মেঘ চলেছে মেঘের দেশে,
সিক্ত হৃদয় সিক্ত বেশে।
আকাশ জুড়ে দৃষ্টি ভাসে,
মেঘদূতের ঐ পরবাসে।
স্বপ্নবোনে মেঘে মেঘে,
বিশ্বজগৎ উঠল জেগে।
মেঘ চলেছে মেঘের দেশে,
মেঘবৃষ্টির মধ্যে হাসে।
ফুলপরীরা নৃত্য করে,
আলোর মাঝে আলো ঝরে।
ব্যাঙেরা সব আনন্দে মাতে,
প্রেমিক হৃদয় তারই সাথে।
মেঘ চলেছে মেঘের দেশে,
বৃষ্টি ফোঁটায় জীবন হাসে।
নতুন প্রাণে জাগে ঢেউ,
এমন দিনে বৃষ্টি ছুঁয়েছে কেউ?
মেঘ কেঁদেছে যেতে যেতে,
আষাঢ়-শ্রাবণের দিনে-রাতে।
মেঘ চলেছে আপন বেশে,
আসবে ফিরে উজান বেশে।
প্রেম পিপাষুর প্রেম দেশে,
তপ্ত হৃদয় আশায় ভাসে।
মেঘবৃষ্টির জলসা ঘরে,
ধরার বুকে স্বপ্ন ঝরে।
(০৭ জুলাই ২০১২)