মেঘের পরে মেঘ জমেছে দৃষ্টি কালো কালো,
রিমঝিমিয়ে বৃষ্টি নামে, মেঘ গুড় গুড় আলো।
খাল নদী বিল জল থৈ থৈ শাপলা শালুক হাসে,
মেঘ গুড় গুড় মেঘলা দিনে, ব্যাঙেরা সব ভাসে।
নৃত্য করে নতুন জলে যৌবনের গান গেয়ে,
মেঘ বৃষ্টির আলোর দেশে, বৃষ্টি আসে ধেয়ে।
মেঘের পরে মেঘ জমেছে স্মৃতি ঘেরা গানে,
সবুজ ঘাসে বসুন্ধরায় সতেজ আনে প্রাণে।
প্রেমের টানে অশ্রুঝরে বিরহের উচ্ছ্বাসিত ঝড়ে,
তৃষ্ণার্ত সেই প্রেমিক হৃদয় বৃষ্টি ফোঁটায় নড়ে।
ভাসিয়ে নেয় স্রোতের টানে, হৃদয় ভরা উচ্ছ্বাসে,
ফুলপরীরা তাই জোট বেঁধেছে মেঘ বৃষ্টির দেশে।
মেঘের পরে মেঘ জমেছে ঐ ভরা নদীর বাঁকে,
উজান স্রোতে আনন্দে মাতে ইলিশ ঝাঁকে ঝাঁকে।
মেঘ গুড় গুড় মেঘলা দিনে কৃষক ছোটে মাঠে,
দিনের শেষে অশ্রু চোখে দিনমজুর যায় হাটে।
আকাশ ভরা মেঘের মেলা সবুজ শ্যামল দেশে,
মেঘের পরে মেঘ জমেছে মেঘ বৃষ্টির দেশে।