মেঘ গুড় গুড় মেঘলা দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপর
স্বপ্ন জাগায় প্রেমিক মনে
সজীব আনে তরুণ প্রাণে।
মেঘ গুড় গুড় মেঘলা দিনে
ছন্দে মাতাল যৌবনের মৌবনে
বৃষ্টি, মিষ্টি মধুর ছন্দ আনে
পূর্ণতা পায় আষাঢ়-শ্রাবনে।
মেঘ গুড় গুড় মেঘলা দুপুর
বিরহ প্রেমের মিলন সুর
উত্তরি মেঘ যায় সে উড়ে
সাগর থেকে হিমালয়ে ভেড়ে।
মেঘ গুড় গুড় মেঘলা দিনে
বৃষ্টি ঝরে সবুজ গায়ে দূরের বনে
সবুজ মাঠে স্বপ্ন আনে কৃষক মনে
রূপ প্রকৃতিতে সজীবতা আনে।
(০৩ জুলাই ২০১১)