প্রত্যেকেই ছুটছে আর ছুটছে
                         অবিরাম ছুটছে,
এ শহর বড় হতে শেখায় ,
                     নিষ্ঠুর হতে শেখায়।
সবাই অপনাকে নিয়ে ব্যস্ত
           যান্ত্রিকতায় বসবাসে অভ্যস্ত,
অস্থির জীবনে যান্ত্রিকতার পীছে ছুটছি
এ সমাজের নীতিহীন আদর্শ নিয়ে ভাবছি।
সারাক্ষণ মাথায় চাপ অতিরিক্ত ব্যায়
     যান্ত্রিক জীবনে দুরুদুরু বুকে শুধু ভয়।
(রচনাকাল: ০৬ ডিসেম্বর ২০১৯)