স্মৃতি-বিস্মৃতি খেলা করে, আষাঢ়-শ্রাবণ মেঘবাদলে,
মেঘমালার মেঘদল ভেসে চলে আঁখি জলে;
মেঘ জলযান চলে দলে দলে,
নৈঃশব্দের তালে তালে।
বিরস শাখায় তাপিত চন্দনা-তুতী ডাকে নতুন বেদনায়,
নীপ-কাননে কেঁদে ওঠে ভারাক্রান্ত মেঘমালায়;
বাদল নিশীথে তারই সাথে মেঘালয়,
অতীতের স্মৃতিময়তায়।
বিরহ ব্যথায় , অদৃশ্য মায়ায় জ্বলে বর্ষাবেদেনী,
বৃষ্টির নৃত্যে শুনি মেঘদূতের নূপুর ধ্বনি;
স্বপ্ন কল্পনার নির্জলা বিরহিনী,
নীপবনে বন্দিনী।
বিরহের সন্তাপে কাঁদে প্রেমিক হৃদয় নিদারুণ জ্বালায়,
প্রেয়সী এক মনে চেয়ে থাকে তারই আশায়;
মেঘদূত মেঘমালার মেঘপুরিতে,
শ্রাবণ রজনীতে।
খোঁজে মেঘে মেঘে, দশদিকে, তমসা রাতে নভ-অঙ্গনে,
ঝিরিঝিরি বৃষ্টিতে সারারাত কাটে তারই বন্ধনে,
চেয়ে থাকে বেদনার অশ্রুসিক্ত নয়নে,
মেঘমালার আগমনে।