মেঘমালা
তরুছায়া বনে গিরি সংকটে অঝোরে নামে বৃষ্টি,
ব্যাঙের কণ্ঠে অদ্ভতু কীর্তন, অপরূপ সৃষ্টি;
মেঘ জলযান ছুটে চলে একা,
উত্তরী মেঘে দেখা।
বিরাগী হাওয়ায় কেঁপে কেঁপে ওঠে হৃদয় সর্বহারা,
নিদারুণ জ্বালা, দুয়ার খোলা, আমি পথ হারা;
প্রাণভিখারী হে চির দুঃখনী!
এ কোন অশনী!
বিমোহিত নিখিল মানব মনে, শ্রাবণ বৃষ্টির ছোঁয়ায়,
জেগে ওঠে মন, অধরা স্বপ্নের বারিধারায়;
স্বপ্নপুরিতে জাগে অদ্ভুত নেশা,
অষাঢ়ী মেঘের বরষা।
ধূসর সন্ধ্যায় আঁধার কালো কুণ্ডলে ঢাকা মেঘমালা,
বাদলা নিশিতে আকাশ জুড়ে বিরহ খেলা;
কাঁপে শ্রাবণ কন্যার হিয়া!
শ্রাবণ রাতে প্রিয়া।
বিজলীর চমকে স্মৃতি ঝরে, কদম কেশরে সেই শব্দে ভীত,
প্রদীপ নিভিয়ে থাকে বিরাগী হাওয়ায় আচ্ছাদিত;
ঘন বর্ষণে কী যেন আকুলতা!
না পাওয়ার ব্যাকুলতা!
###############(আগামীকাল শেষ পর্ব)###############