আকাশ জুড়ে বর্ষার মেঘ
তাপদাহ চৈত্রের রূপ,
বাতাসে উড়ন্ত মেঘ সূর্যের লুকোচুরি
কোথাও বৃষ্টি নেই!
বর্ষাশেষে বিবর্ণ ঝরাপাতা
ধানক্ষেতে জলশূন্য
আকাশজুড়ে মেঘ কোথাও বৃষ্টি নেই।
মাঝে মাঝে আসে পাহাড়ি ঢ়ল
দুর্বিসহ জীবন সে কাদাজল।
কখনও ধেয়ে আসে নোনাজল,
ধরণীর পদতল
করে তোলে রসাতল।
জলবায়ু পরিবর্তনে আজ এ কেমন বর্ষাকাল!
ঋতুচক্রে ধরাতলে বৃষ্টিতে নেই উন্মাতল।
আষাঢ়-শ্রাবণে রৌদ্র একটু হাসে
তীব্র গরমে তপ্ত বাতাস ধেয়ে আসে।
আকাশজুড়ে বর্ষামেঘের নেই শেষ,
বর্ষাকালে বৃষ্টিদিনে বৃষ্টি শূন্য দেশ।
কী চমৎকার! পরিবর্তনের এ ঋতুবৈচিত্রে,
বর্ষাঋতু আজ বিবর্ণ ফ্যাকাশে।
(২৭ আগষ্ট ২০১০)