মায়াময় অভিলাসে স্বপ্নের মায়াজাল
সুসভ্য লোকালয়ে।
দুর্নিবার রহস্যেঘেরা
বর্ণিল আবেশে জাগে মোহময় অস্তিত্ব
অন্ধগলি পথে ভীড় করে গভীর তমসা!
গিরিখাদের উম্মুক্ততায় জন্মে অভিসন্ধি।
নির্ঘুমে রাত কাটে অলৌকিক মায়াজালে।
(২৪ এপ্রিল ২০১৫)