ঝরাপাতার মতো নিঃসঙ্গ একলা
কি এক অদ্ভুত মায়াবী আবেশ!
নিবিড় রাত্রির ভিন্ন অভিব্যক্তি
এরই মাঝে পথ চলা।
কৃত্রিম বাগানে শূন্যে পায়চারি
রোদ বৃষ্টিহীন জ্যোৎস্নায় একাকী
গাঢ়নীল আলোর টানে
ছুটে চলি আমি তুমি আমরা
অনন্ত গন্তব্যে মায়াবী আবেশে।