চাঁদের স্বপ্ন ছুঁয়ে যায় জোছনার কাছে,
নিস্তব্ধ রাতের মাঝে আঁধারের পিছে।
শ্রাবণ বৃষ্টিতে অন্ধকার রাতে ভর করে!
পূর্ণিমার আলো ঊষার কাছে সমার্পণ করে।
রাশি রাশি জল মায়াবী জোছনার কথাগুলো,
মাঘী পূর্ণিমায় শিশির স্নানে জাগে স্বপ্নগুলো।
চাঁদের স্বপ্ন মায়াবী জোছনা মুক্তির ছায়াপথে,
চৈত্রের ভরা পূর্ণিমায় প্রকৃতি জাগে রাতের সাথে।
মমতায় কাঁদে মায়াবী জোছনা, বলে আয় আয়!
রূপালী চাঁদ কথা কয় পৃথিবীর সাথে
মায়াবী জোছনায়।
(০৩ আগস্ট ২০১১)