নতুন দিন, নতুন সকাল, নতুন বছর নতুন স্বপ্ন চোখে;
পুরাতন জীর্ণতাকে মুছে জীবনে নতুর স্বপ্ন আঁকে।
যেন আঁধার কেটে আলো আসে নতুন প্রভাত থেকে,
হিংসা-বিদ্বেষ ভুলে প্রীতি-সম্প্রীতি থাকে জীবনের বাঁকে।

নবযাত্রায় নব প্রত্যাশার পথ পরিক্রমায় থাকি অটুট বন্ধন,
নতুন আশায় নতুন সম্ভাবনায় যেন জাগাতে পারি স্পন্দন।
বিগত বছরের সুখ-দুঃখ ফেলে এগিয়ে চলি নতুন সম্ভানায়,
নতুন বছর সবার জীবনে ভরে উঠুক শান্তি সমৃদ্ধি মানবতায়।