. মাটির গন্ধ
-এম. মাহবুব মুকুল
থাক তোরা ওখানে মাটির মমতা নিয়ে,
তোদের ছবি ওঠে না কাগজ রাঙিয়ে !
কে বলে তোরা অবহেলিত পাপি !
সত্যের ঠিকানায় আজ ওদের চরিত্র মাপি।
এসো ভাই-বোনেরা, এসো সবাই। ভয় নাই,
অপবাদ দিয়ো না আমাকে। একটু দিয়ো ঠাঁই।
ওরা থাকে অট্টলিকায়, উঁচু দরের লোক,
কাগজ-কলমের খোঁচায় করছে ওরা ভোগ।
কাঁদিস নে ভাই ! বেঁচে থাক মাটির মমতা নিয়ে,
মাটির গন্ধ রন্দ্রে রন্দ্রে; সত্যের ঠিকানা। শক্তি দিয়ে।
ওরা এলিট, উঁচু দরের লোক। বোঝে না মাটির গন্ধ।
উগ্র পারফিউম মেখে তাই হয়ে যায় অন্ধ।
কষ্টের মাঝে ভালো আছিস্ ওদের থেকে একটু,
হিসাব-নিকাশ পশ্চাতে। ওদের আছে শত্রু।
প্রতিদিন ওদের খবর আসে খবরের কাগজ রাঙিয়ে,
পরদিন প্রভাতে ওদের ছবি যায় তোদেরই পদতলে।
দেখ্ এবার কারা বড় ! তোরা জাতিকে নিস্ এগিয়ে,
হাঁসিস্ নে ! বেঁচে থাক মাটির গন্ধে মমতা নিয়ে।
মাটির গন্ধ, মাটির প্রেম, মাটির মমতা সত্যের ঠিকানা,
কংক্রিট, বিলাস বহুলে থেকে মাটি ওদের অজানা।
কিন্তু জানিস্ কি ভাই ! ঐ মাটির কাছে যাবে যে সবাই !
জীবন শেষে, মাটির কাছে, মাটির মমতায় হবে ঠাঁই।