মানবতাবোধ জাগ্রত করো, করিও না হেলা;
বিশ্ববিবেক নিশ্চুপ কে ভাসাবে ভেলা!
বিশ্বব্যাপি চলছে নৃশংস হত্যাযজ্ঞের বর্বতা,
জাতিভেদ বিভেদ! কোথাও কি আছে একতা!
দলাদলিতে বিশ্ববিবেক আজ নিশ্চুপ,
মানবতাবাদীরা মুখে দিয়েছে কুলুপ।
বিশ্ববিবেক পরাধীন! কে ঠেকাবে অপরাধবোধ?
আমরা হারিয়েছি আমাদের মানবতাবোধ।
স্বার্থ হাসিলে আমরা নীতি-নৈতিকতাহীন,
মানবতাবোধের তাই বড়ই দুর্দিন।
মানবতাবোধ জাগালে বিশ্ববিবেক জাগবে!
নতুবা কালের গর্ভে সব হারিয়ে যাবে।
(২৪ ডিসেম্বর’২০০৯)