আমাদের স্বাধীনতা অমলিন রক্ত দিয়ে কেনা,
তবু স্বাধীন দেশে আজও শত্রুর আনাগোনা।
স্বাধীনতা যারা চাইনি, তাদের কাছে শুনতে হয় ইতিহাস,
স্বাধীনতা আজ মহাসংকটে, মুক্তিকামী জনতা আজ হতাশ।