আকাশে মেঘের গর্জন, বুনো হাওয়া
অসীম দরিয়ায় ঢেউয়ে উল্লাসে করে ধাওয়া।
নোনা জলের বাঁধা হীন হাতছানি,
উন্মুক্ত গণ্ডি পেরিয়ে সৈকতে নাচনি!
বেজার মুখো স্তব্ধ আকাশ নিয়া,
গর্জনে প্রকম্পিত নীল দরিয়া।
বিজলীর আলোয় চৌচির নীল আসমান,
সহসা সাগরে ঘনীভূত নিম্ন চাপ!
কাঁপে আসমান জমিন।
বাতাসের গতি বেগ বাড়ে, সাগর অশান্ত!
দমকা বাতাসের ঝড়ো হাওয়া, প্রকৃতি অশান্ত
          সাগর দুর্দান্ত!
ক্রমশ্ব ঘূর্ণনে জোরদরে নিম্ন চাপ রূপ নেয়
                   হারিকেনে।
আবহাওয়ার খবর যাদের দরকার
সেই জেলে মাঝিরা অথৈ দরিয়ায়,
জানে না বিপদ সংকেত!
মহাজনের দাদনের টাকা যোগাতে
জীবন সংগ্রামে কেউ বেঁচে রয়!
কেউ নোনা জলে মাছের খাদ্য হয়।
আর ফেরে না সংসারে
বিধবার বেশে মরে হাহাকারে!
অপয়া বলে দূরে ঠেলে অবলাকে,
সাগরের নিম্ন চাপ ভীড় করে জীবন নিম্নচাপে।
          (০৭ নভেম্বর ২০১২)