আমরা সবাই মানুষ
                    আর শোষণ করো ওদের,
ওরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
            বিশ্বভূবনে বাংলার সুনাম বাড়বে,
বাংলা বাংলাদেশের জয়গান গা’বে।
                তাই, বাংলার নিম্ন মধ্যবিত্ত
অভাবী মানুষকে বাঁচাও!
ঘুস দুর্নীতি স্বজনপ্রীতি প্রশাসন থেকে হটাও।
মুক্ত অর্থনীতিতে বিশ্বদরবারে
                  বাংলার যোগ্যতা তুলে ধরো।
একই পতাকা তলে ভালোবেসে
                      বাংলার তরে কাজ করো।
                    (১০ মার্চ ২০১২)