দুর্নীতি আর অবৈধ উপার্জন শেষে
                  নীতি বাক্যের ফুলঝুরি তার মুখে,
বাংলার কৃষক-শ্রমিক দিন শেষে
                        পরিবার নিয়ে মরে অসুখে।
ফিরে তাকাও এই সবুজ বাংলার দিকে
                     সরল প্রাণ বাঙালিকে বাঁচাও,
গরিবকে চুষে কি লাভ তোমার?
                          গরিব বাঁচলেই তোমার
কলকারখানা সচল হবে;
               ওদের প্রাপ্যটা ওদের দিয়ে দাও!
চাষ করে ফসল ফলায় চাষী,
         আর লাভের অংশটা পায় মুনাফাভোগী।
মধ্যস্বত্বভোগীরা আজ কম দামে কেনে
                 হাত বদলেই দ্বিগুন দামে বেচে।