লোকটা দেখো বেজায় পাগল
বলে সব আবোল তাবোল
সারাদিন ঘরের কোনে
একটু বাদে হুক্কা টানে
মনে তার যা সব আসে
বলে আর শুধু হাসে
দিনেতে খায় না খানা
পোষে সব বিড়াল ছানা
লোকটার আবার মাথা খারাপ
সারাক্ষণ করে বিলাপ
রত্রিতে অট্ট হাসি
মাঝে মাঝে একটু কাশি
বলে সে, আসছে বেটা
তোর জন্য রাখছি ঝাটা
অন্ধকারে দেয় সে হামা
পরে সে রঙিন জামা
সূর্য তার শত্রু নাকি
বলে, সন্ধ্যাতে একলা থাকি
রাগ উঠলে করবে সাজ
সন্ধ্যাতে পরে মাথায় তাজ
কোথাও সে যায় না একা
দিলটা তার সত্ত্যিই ফাঁকা
মন ভালো তার রসিক কথা
পূর্ণিমা তার জয়ের গাঁথা।