সুয়োগ সন্ধানীরা এখনো সক্রিয়, আপন স্বার্থে
দেশ বিক্রি করতে দ্বিধাবোধ করে না;
দেশীয় লেবাসে ষড়যন্ত্রে লিপ্ত, ক্ষমতার লোভে
মীর জাফর-মোশতাক সাজতে বিবেকে বাধে না।
আমারা নিজে ঠকি অন্যকে ঠকাই, অবশেষে সব
হারিয়ে বিদেশীদের পাচাটি, দেশকে ভুলি;
আজ বিজয় দিবসে শতকোটি শ্রদ্ধা সালাম
বীর মুক্তিযোদ্ধাদের আর শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।