দেশদ্রোহী রাজাকাররা স্বদেশীদের বাড়ি ঘর
পুড়িয়ে সম্পদ লুট করে নির্যাতনে ছিল মত্ত,
আর মধ্যবিত্তরা না খেয়ে লুঙ্গি গেঞ্জি পরে অস্ত্র
হাতে যুদ্ধ করে এদেশকে করেছিল শত্রুমুক্ত।
আজ বড় বড় পদে ঘাপটি মেরে দেশের কুৎসা
রটাচ্ছে আর বলছে এদেশে কি থাকা যায়!
দেশের সুয়োগ সুবিধা সবাই নিচ্ছে আবার
মুক্তিযোদ্ধা আর তাঁদের সন্তানদের করছে অবজ্ঞা।