প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ঘামটি মেরে আছে
দেশ বিরোধী ষড়যন্ত্র কারীরা,
সময় সুয়োগ পেলেই বিষক্ত সাপের মতো
ছোবল মারতে ছাড়ে না ওরা।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের পথে দেশকে
ওরা ব্যস্ত লাগাম টেনে ধরতে!
সর্বশ্রেষ্ট দেশ প্রেমিক কৃষককেও ছাড়ে না,
এমনকি খেটে খাওয়া নিরীহ জাতিকে।