লীলাবতীর অনাহূত অট্টহাসি
ঝাঁঝালো রোদের নির্বাক অশ্রু রাশি,
শীতরাত্রির দ্রবীভূত দ্রাক্ষারস
গহীন পরানের অলীক আশ্বাস।
কোমল চিরহরিৎ বনে প্রহরীর বেগ
মৃদু ঢেউয়ের ত্রাসে লীলাবতীর আবেগ,
জ্বলে আর নেভে নিঃশব্দে প্রাণ
মায়ার ভোরে অহর্নিশ ঐক্যতান।
লীলাবতীর চোখে নির্ঘুম ঝিলিক
দ্বিধায় থরথর কম্পনে মহাপ্রেমিক,
স্মৃতি ঘোরে আবছায়া দূরন্ত ধূসর
রোদের দৃশ্যান্তর থেকে দেশান্তর।
পত্রহীন বৃক্ষের সাথে অশান্ত বিষণ্ন।
(৩০ নভেম্বর ২০১৩)