মুক্তিযুদ্ধের সময় আদর্শ প্রেরণা ছিল কবিতা-গানে,
বাঙালির শক্তি যুগিয়েছিল “জয় বাংলা” স্লোগানে।
সশস্ত্রযুদ্ধে দেশ স্বাধীন করেছিলো স্বল্প সময়ে,
বাংলার মুক্তি পাগল জনতার জীবনের বিনিময়ে।
কি চেয়েছিলাম আমরা আর কি দেশ পেলাম আজ!
যুদ্ধের কথা ভুলে শত্রুকে তোষামোদই বড় কাজ।
এমন দেশ-জাতি কি কোথাও খুঁজে পাবে কি বিশ্বে!
স্বাধীনতার স্থপতিকে হত্যা করেই মেতেছিল ধ্বংসে।