র’বনা যখন আমি তোমাদের মাঝে
এই রোদ্দুরের খেলাঘরে,
তখন পড়বে মনে! নাকি ভুলে যাবে?
হয়ত স্মৃতিগুলো নাড়া দিবে নিশি ভোরে!
ভুলে ভরা জীবন ছিল তাই বিদায় বেলায়,
পরিচয় ভুলে ঘুরেছি সারা বাংলায়।
কুসুম কাননের ফুল, মনের কোনে দোলে,
কুটুমপাখি কখন এসেছিল দ্বারে ভুলে!
কোলাহল জগত সংসার আমার ভুলে ভরা,
ম্লান এ ইচ্ছাগুলো মৃত্যুর বিষণ্নতায় ঘেরা।
প্রিয় কথাগুলো তৃষ্ণায় ভেজে কবিতায়,
উন্মুক্ত বেলাভূমিতে ভুলে ভরা জীবন কাঁদায়।
সুসময়ে ভুল পথে চলেছি জাত পরিচয় ভুলে,
আজ দুঃসময়ে ভুলে ভরা জীবন
অবসরে উঠি দুলে।
(১০ ডিসেম্বর ২০১২)