ঊর্মিমুখর জনতার মিছিল
                     সাতই মার্চের ভাষণ,
রক্তবীজের অঙ্গুরোদগম মার্চের
                     ভয়াল রাতে শোষণ।
জাতিসত্তার মাতৃগন্ধ
                  মুক্তির দৃঢ় প্রত্যায়,
সরব হৃদয়ে মুক্তির জয়গান,
            “জয় বাংলা” আশা জাগায়।
রক্ত তিলক ললাটে আঁকে
                   মুক্তির দৃঢ় অঙ্গিকারে,
জয় বাংলার মুক্তিমন্ত্রে জেগেছিল
                          আলো-আঁধারে।
দ্বিধা-দ্বন্দ্ব ভুলে মুক্তির মিছিলে
                 চলে মাতৃভূমির খোঁজে।
মহাজনতার সাথে স্বাধীনতার সংগ্রামে
                   শক্তি যোগায় কাজে।
শ্বাপদসংকূল এ বঙ্গভূমি কাঁপে
                 অজানা আতঙ্কের মাঝে,
ছুটে চলে দুর্বিনীত, বিশ্বব্যাপি
             জয়ের নেশায় নিত্য কাজে।