মুক্তিকামী মানুষের মিছিলে সাম্যের স্লোগান
সময়ের কাজ সময়ে, অধিকার আদয়ে প্রাণ।
সমাজে সাম্য, মৈত্রী, বৈষম্যহীন মানবিক
গুনাবলিই মানবমুক্তির পথ,
লক্ষ্য আদয়ে, গতিসঞ্চারে, মৈত্রীবন্ধনে
সবাইকে থাকতে হবে সৎ।
মাবনসভ্যতায় চারিদিকে আজ ফ্যাসিবাদের থাবা,
রাষ্ট্রীয় বুদ্ধিজীবিগণ দায়মুক্তি দিয়ে ধরছে গ্রীবা।
সর্বত্রই খাই খাই! অবৈধশক্তি আর টাকার ব্যবহার,
মানবমুক্তির নৈতিক অবক্ষয়রোধে হতে হবে সোচ্চার।