মানবতার চেতনায় মুক্তির আদর্শে এগুতে হবে,
           নব প্রজন্মকে দেশপ্রেমে জাগাতে হবে।
মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস আর
     নৈতিক আদর্শ শেখাতে হবে পরিবার থেকে;
শিক্ষা প্রতিষ্ঠান আর কবি-লেখকদের মাধ্যমে,
        স্বাধীনতার ইতিহাস নিয়ে তরুণ প্রজন্মকে
জাগাতে হবে স্বদেশী ভাবনার দেশপ্রেমে।
তরুণ প্রজন্ম জাগলে দেশ জাগবে।
     মতভেদ ভুলে সবাই জেগে ওঠো দেশপ্রেমে।