নতুন প্রজন্মকে জাগাতে হবে মুক্তির ইতিহাস চেতনায়।
শোষণহীন গণতান্ত্রিক সাম্যের সমাজ ব্যবস্থায়।
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস,
আগামীর পথে অনুপ্রেরণাকে করো না ধ্বংস।
মুক্তিযুদ্ধের স্বপ্ন দেশপ্রেমের যুগোপযোগি স্বপ্ন,
চেতনায় শাণিত একটি জাতির সম্মুখ যাত্রার স্বপ্ন।
দেশবিরোধীরা থাকবে অপকৌশলে বিকৃত ইতিহাসে,
বিভ্রান্তি ছড়ায়ে তরুণ প্রজন্মের মগজ ধোলায়ে।