স্বাধীনতা বাঙালি জাতির গৌরজ্জ্বল শ্রেষ্ঠ অধ্যায়,
মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ঘটনা এক গৌরব গাঁথা,
কোন জাতির আত্মবিশ্বাসী দেশপ্রেম যায় না বৃথা।
বাঙালির ইতিহাস মানে শোষণ-বঞ্চনার ইতিহাস।
শোষণ-নীপিড়নই ছিল যেন নিয়তির দাস।
লাখ জনতার জীবন বিসর্জনে দেশমাতাকে মুক্ত করা,
স্বাধীন মানচিত্রে বিজয়ের পতাকা উর্ধ্বে তুলে ধরা।