সুশীতল নীরবতায় মানবিকতা কুড়িয়ে পাই,
নাগরিক কোলাহলে তা আবার হারিয়ে যায়।
নিঃশ্বাসের উত্তাপে রঙ শুধু পাল্টায়,
কোলাহলে মানবতা দূরে সরে যায়।
ভীড়ের শহুরে জীবনে ব্যস্ততা বাড়ে,
ব্যস্ততা বাড়ে অকারণে, ধরে আকড়ে।
সন্ধ্যা নামতেই নিশ্চুপ থাকি অতিমাত্রায়,
মন চায় কোলাহল ছেড়ে দূরে পালাই।
বিবেকের টানে অজান্তে ভালোবাসা সাজাই,
তবু হৃদয় ভাঙ্গা কাঁন্না আসে সে যন্ত্রণায়।
কোলাহল ছেড়ে হেঁটে চলি নীরব প্রভাতে,
সপ্তমী চাঁদ খেলা করে মেঘের সাথে।
সব নক্ষত্র ফ্যাকাশে দেখায় ভোরের আলোয়,
অসীম দিগন্তে মাঠের কিনারে নীরবতায়।
কোলাহল ছেড়ে একাকী চলি হৃদয় নীড়ে,
ভাঙ্গা হৃদয়ের সকল যন্ত্রণা ছিড়ে।
(০২ মে ২০১২)