ব্যক্তি স্বার্থে, খোয়াচ্ছি দেশ-জাতির স্বার্থ, প্রকৃতি হচ্ছে রুষ্ঠ:
ঝড়, বন্যা, খরা এ যে পাপের ফসল। আমরা যে পাপিষ্ঠ।
        প্রকৃতি কাউকে ক্ষমা করে না ---
এক জনের পাপে প্রকৃতির বিচার থেকে কেউ রক্ষা পায় না,
প্রকৃতি রুষ্ঠ হলে ধ্বংসলীলায় মেতে ওঠে, সাধু-পাপী চেনে না।
তখন মানবিক অমানবিক দেখে না, সব তছনছ করে চলে যায়,
প্রকৃতির অভিশাপে পুরো দেশ-জাতি-সমাজ ধবংস হয়ে যায়।
নদী-খাল-বিল ভরাট বন্ধ করে বেশি বেশি করে গাছ লাগাও,
নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, পরিবেশ বাঁচাও।