প্রকৃতির একটি নিজস্ব গতিধারা আছে, চলে নিয়মে,
গতিধারা পাল্টালেই বিরূপ হয়ে ওঠে সময়ে-অসময়ে।
আমরা আমাদের জীবনের গতিধারা পাল্টাচ্ছি অহরহ,
তাই তো প্রকৃতি সহ্যক্ষমতা হারিয়ে হচ্ছে দুর্বিসহ।
আমাদের স্বার্থে প্রকৃতিকে গলটিপে হত্যা করছি,
প্রকৃতি সহ্যক্ষমতা হারাচ্ছে. আমরা রোগ-ব্যাধিতে মরছি।