সবুজ প্রকৃতির মাঝে স্মৃতিশক্তির বিকাশ ঘটে,
ইট-পাথর যানযটের শহরে মতিভ্রম ঘটে।
সবুজ প্রকৃতি মানষিক প্রশান্তি বাড়িয়ে দেয়,
ভাবনার বিকাশ, চিন্তার গভীরেতা, বোঝার ক্ষমতায়।
মানুষ ও প্রকৃতির সম্পর্ক নিবিড় এবং গতিশীল,
প্রত্যক্ষ ও পরোক্ষভারে তারা পরস্পর নির্ভরশীল।