আমার বিশ্বাসে ভয় ঢুকেছে!
আমার লালিত স্বপ্ন পুড়ে ছাই।
ধ্বংসস্তুপের মাঝে দহনের গন্ধ,
হয়ত! এখনই জ্বালিয়ে দিবে!
ধর্মের দোহায় দিয়ে অধর্মের কাজ,
পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে তৃপ্তির ঢেকুর তোলে।
কেউ কেউ নৈতিক মৌন সমার্থন দেয়,
হায়রে! দেশ-জাতির ধর্মব্যবসায়ীরা;
নীতিবর্জিত সুশীল সমাজ, রাজনীতিবিদরা।
প্রভু, জ্ঞানের আলো জ্বালাও এদের হৃদয়ে,
পশুত্বের কাছে হার মানায় মনুষত্ব।
ধর্মবিশ্বাসে আঘাত হানে ধর্মকে পুঁজি করে,
অবশেষে প্রলেপ স্বরূপ শান্তনার বাণী।
এদের জ্ঞান দাও প্রভু। এদের জ্ঞান দাও।
সহমর্মিতা, সহানুভূতি আজ
কালান্তরে পরপারে,
মানবতা হারিয়ে জাতীয়তাবাদ খুঁজি!
আড়ালে মুচকি হাসে পরাজিত শক্তি।
হায়রে! ধর্মের নামে অধর্মের কাজ,
জাতি-ধর্ম মিলেমিশে চলেছি মুক্তির সংগ্রামে,
পরাজিত শত্রুরা কুৎসা রটাচ্ছে
ধর্মকে পুঁজি করে।
আড়ালে মুচকি হাসে জাতির
ধ্বংসত্বক কাজ দেখে।
(২৮ জুলাই ২০১৩)