রৌদ্র ছায়ার অপরূপ লাবণ্য ছোঁয়া
অন্তরীক্ষে শোভিত প্রচ্ছদ,
সঙ্গোপনে শরীর জুড়ে দীর্ঘশ্বাসের স্বপ্ন
অপরূপ লাবণ্য নিঃশেষে শুষে নেয়।
বেদনার বিষাদে অলীক লাস্যময়ীর প্রেম
অদৃশ্য এক নিঃসঙ্গতায় ভোগে স্বপ্নলতা।
খুঁজে নেয় অলীক লাস্যময়ী ছায়া
আলেয়ার মাঝে পুরাতন স্মৃতি খোঁজে
মরীচিকার অন্তহীন ক্লান্ত পথে।
(১০ নভেম্বর ২০১৩)