আজ এ কুজ্ঞবনে চুম্বন ভরে ,
কে এলে সৌরভ ছড়িয়ে ঘরে!
উদাস মনে শিউলি কোমল প্রভাতে,
সংকটময় জীবনের পরতে পরতে।
কে যেন ডাকল অজানায়!
স্বপ্নপাখির মহৎবাসনায়।
ধীরে ধীরে গোধুলি পেরিয়ে সন্ধ্য আঁধার,
মুকুলের কুজ্ঞবনে
গৃহে বসি সজল নয়নে,
পথহারা প্রেম বার বার,
ফেলে এসেছি শেষবার।
কে যেন এলো ঘরে!
সুখ যৌবন ভরে।
মধুযামিনীতে
জ্যোৎনার নিশীথে।
চেয়ে আছে নিমীলিত যুগল নয়নে,
আজ কে ডাকল ভরা যৌবনের কুজ্ঞবনে।
(০৫জুন২০০৯)