যৌবনের মোহ কুহেলীর আঁধারে ডোবে,
অপরূপ তন্বীর উৎসবে।
রক্ত বহ্নিশিখার বনছায়া তরুর অন্তরালে,
নিদ্রাহারা বাসনা বিলাসের ঐ মহাকালে।
ধুঁধু শ্মশান সম ক্রন্দন,
অপ্সরির সুরাপাত্রে অধর ডোবে যৌবন।
লোলুপ নয়নে বসুধা করে টানাটানি,
প্রেম পূঁজারির বক্ষ জুড়ে ফুলদানি।
চিতা বহ্নি কামনার নীল বন্ধন,
মৌবনে ছোটে যৌবন!
পূঁজার কুমারী মহাকালে বন্দি কুহেলী,
নীল রহস্যের অভিশাপে জ্বলে তুহেলী।
বিক্ষুব্ধ প্রেত কুহেলীর শোভাযাত্রায়,
দিবা অবসনে প্রৌড় জীবন ভাবায়।
যুগ সমাধিতে ভষ্ম বহ্নিশিখা জ্বলে,
মণিময় মায়ার যৌবন গৌরব যায় চলে।
(২২ জুলাই ২০১২)