শীত কুয়াশায় বিবর্ণ পৃথিবী
প্রিয় মুখের প্রতিবিম্ব!
সেই সাথে অসীম ব্যথায় অস্থির দৃষ্টি
জলে স্থলে কুয়াশীরা বাতাসে উড়ে
শৈত্য প্রবাহে আবার ফিরবে
লাশ নয় তবে লাভা হয়ে।
অস্থির সময়ে জীবনটা বেশ খারাপ যাচ্ছে!
হয়ত কেউ পালিয়েছে!
এক মাঘে শীত যায় না!
অসীম ব্যথায় বিমর্ষ কুয়াশায় এ কাল সন্ধ্যায়
ফেরেনি যৌবনে শিষ দেয়
মেঘ-কুযাশার রূপালি ডানায় ।
দূর্বা ছোঁয়া কুয়াশার শরীরে
সব্যসাচী প্রতিলিপি- প্রতিবিম্ব।
যৌবন জোয়ারে ভেসে কুযাশায় উড়ে
সর্ষেফুলে কিংবা আমের মুকুলে
ঘুরে ঘুরে প্রিয়মুখের সাথে দেখা
সোনারোদ দুপুরে নয়
বিমর্ষ কুয়াশার কালসন্ধ্যায়।
(২৭ জানুয়ারি ২০১০)