অতীতের সুবর্ণ দিন
সব হারিয়ে আজ ভূমিহীন,
শোষণ নিপীড়নের জীবন গ্রামীন
আধুনিকতার ছোঁয়া হতে উদাসীন।
ভূমিহীন কৃষক কেউ কেউ আজ বর্গাচাষি
অভাবে আমাদের কৃষক, শহরে হচ্ছে দাস দাসি।
কৃষকই ছিল জাতির আশা
মহাজনের চড়া সুদে আজ দিশেহারা।
মহাজনের এখন নব্যরূপ এনজিও!
দারিদ্র বিমোচনের নামে ঋণদেয় দাতা গোষ্টিও।
ঋণদেয় ভালো থাকবে উন্নয়নের নামে
শোষণ ছাড়া কি পাচ্ছে তার বিনিময়ে!
মোটা কাপড় পেটে ভাত কৃষকের স্বপ্ন,
প্রাকৃতিক দু্র্যােগে চোখেতে দুঃস্বপ্ন!
যুদ্ধ করেছে, স্বাধীন করেছে মাতৃভূমি,
কৃষক ধবংস করে, আমদানি কেন করছ তুমি?
স্বপ্ন দেখেছিল কৃষক সমাজ
সোনার বাংলা গড়তে করবে কাজ।
আমাদের কৃষক আমাদের কৃষি
সকল কর্মে যেন উপেক্ষিত বাসি!
রাজনৈতিক বক্তৃতায় বলি সব হবে
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ এগুবে।
কৃষকের উন্নতি জাতির উন্নতি
কথা কাজে মিল নাই বলেই এতো অধঃগতি!
আমাদের কৃষক বড়ই সরল সোজা
দিনে দিনে বড়িয়ে চলেছে ঋণের বোঝা।
কৃষকের জীবন ঋণের আবর্তে আটকা ,
ঋণে ভূমিহীন হয়ে ছুটে চলে রাজধানী ঢাকা।
মধ্যস্বত্ত ভোগিদের রাজনীতির খোলসা থেকে বাঁচাও।
আমরা শুধুই বলি কৃষক বাঁচাও - উৎপাদন বাড়াও!
কৃষি উৎপাদনে দরকার রাষ্ট্রের সচেতনতা,
নীতি পরিকল্পনায় সর্বদাই করো সমতা।
সচেতন হও কৃষক সমাজ নিজ অধিকারে,
নতুবা অর্থনৈতিক আঘাত আসবে বারে বারে।
(২৩ জানুয়ারি২০১০)