আমাদের কৃষক, আমাদের কৃষি;
অবজ্ঞা সুরে বলি বেটা চাষি।
জন্ম আমাদের কৃষকের ঘরে
লেখা পড়া শিখে যাই শহরে,
তারপর ভুলে যাই সব
গ্রাম যেন হয়ে যায় শব।
সেই চির দুঃখী কৃষকের কথা বলি
আধুনিক প্রযুক্তি নিয়ে চলো মাঠে চলি,
ভোর থেকে সন্ধ্যা অবধি
কষ্ট জীবন! দুঃখই চির সাথি।
সরাটি জীবন কৃষি নিয়ে নানা ব্যস্ততা
মাটি আর ফসলের প্রতি অপূর্ব মমতা,
মাথাতে একটি চিন্তা প্রণান্ত চেষ্টা
ফসলের মাঠে দাঁড়িয়ে মেটায় তেষ্টা।
চিন্তা ভাবনায় ফসলের আদর যত্ন
সোনার ফসলই কৃষকের রত্ন,
সবুজের বুকে দোল খায় মাঠে
সোনালী ধানের স্বপ্ন হৃদয় পটে।
ধান পাট রবি ফসলে ভরপুর
হাসি আনন্দে কৃষকের স্বপ্ন মধুর।
পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু,
দুধে মাছে ভাতে কৃষকের দিন হতো শুরু।