জীবনের এই অন্তহীন পথে
বেঁচে থাকার অসীম সংঘাতে,
ভুলে যায় সবাই
শপথ, প্রতিশ্রুতি, ইশতেহারগুলি!
পশুত্বের কাছে হার মানে
মানবতার মানবীয় গুণাবলী।
বেঁচে থাকি দৈনন্দিন শোক গাঁথায়
পরকীয় প্রেমের কলঙ্কিত কারিশমায়।
জীবনের এই অন্তহীন পথে
হেঁটে যাই একাকীত্ব ভূবনে
বিশ্বাস, সংসার, সম্ভ্রম তাই ফেসবুকে- -
যৌবন রসে জ্যোতি ছড়ায়,
দ্বন্দ্ব সংঘাতে মানবতা হারায়।
জীবনের এই চলন্ত অন্তহীন পথে
ভুলে ভরা নৈতিক আদর্শের সাথে,
সবাই প্রতিশ্রুতি ভুলে যায়।
অবশেষে মধ্যবিত্তের যা হবার তাই হয়,
নিম্নবিত্তের কিছু হারাবার বাকি থাকে না।
বেঁচে থাকার আশা নিমিষেই
কলঙ্কের ছাপ এঁকে দেয়।
(২৬ ডিসেম্বর ২০১১)