যদি দেখা পাও তার সাথে, সাথে নিও কবিতা
কখনো বন্ধ করো না কণ্ঠস্বর।
জানতে চেয়ো না - কি ভুলে? কার সাথে --
কখনো প্রশ্ন করোনা কবিকে
তুমি দেখা পাবে মহৎ কবিতার
হৃদয় স্পর্শে।
যতই ছি বলুক ! জগৎ সংসারের লোক
তোমার কবিতা তোমাকে চিরঞ্জীব করবে
যুগ-যুগান্তর থেকে কালে মহাকালে।
স্বরণ করবে শোকার্ত মিছিলে, রক্ত শপথে।
রিক্ত হস্তকে ভরে দিও
হৃদয় উজাড় করে।
কখনো দরজা বন্ধ করো না
নিরান্ন-অভাগির দিকে চেয়ে।
উপহার দিয়ো কবিতা , উজ্জ্বল নক্ষত্রের মতো।
যতই কষ্ট দিক, দিলে--
কাউকে ভুলো না অযথা অভিমানে।
দ্বন্দ্ব-সংঘাত ভুলে, ছুড়ে দিয়ো প্রেমেরে কবিতা।
দুর্নাম, কুৎসা রটনা করবে ওরা সমাজ সংসারে
উপহার দিয়ো কবিতা শ্রদ্ধাভক্তি ভরে।
দেখবে তুমি র’বে মহামনীষিদের কাতারে,
বিজয়ীর ইতিহাসে, জাতির মণিকুঠরে।
রূপ-প্রতিরূপে ভূবণময় জয় করবে সেই কবিতা,
বিশ্ব মানবতায়,
জাতির দুর্দিনে খুঁজবে তোমার কবিতা।
স্বদেশভূমে আলোর পথপ্রদর্শক সে কবিতা
সে তো তোমার আমর কবিতা।
(১০ সেপ্টম্বর ২০১৭)