চলার পথে এ সংগ্রামী জীবনে
কোন কোন আঘাত বড় কষ্ট দেয়।
এলোমেলো করে দেয়!
মনে হয় বেঁচে থাকা অর্থহীন!
ধুঁধু করে দিন। পথ যেন সীমাহীন।
ধীরে ধীরে নীরবতা
কারুর থাকে না তখন মানবতা।
শুনতে হয় অশোভনীয় কথা,
নাড়া দেয় পুরানো ব্যথা।
প্রতিটি মানুষ চেনা যায় ক্ষমতা দিয়ে
আসল রূপ ফোটে তার কথা ও কাজে।
সংগ্রামী জীবনে
কত যে আঘাত লেগেছে হৃদয়ে
চলার পথে , চলতে হয়েছে সয়ে সয়ে।
কথার আঘাতে হয়েছি রক্তপাত
অর্থহীন কথা
সীমাহীন ব্যথা
জীবন কষ্টের আঘাত।
(২৪ অক্টোবর ২০০৯)