কষ্টের তাপমাত্রা শুধুই বাড়ে,
কখনো নামে না ; দহন কেবলই বাড়ে
সর্বদা উর্ধ্বগামী।
কাঁন্নায় আটকে পড়া কণ্ঠনালী বাকরুদ্ধ,
উপায়হীন কষ্টের দৃশ্য কিংবা অদৃশ্য
কণ্ঠকাকীর্ণ কষ্টসংকুল!
কষ্টের তাপমাত্রা বরাবরই দুরন্তর,
দহন পারদ কখনো নামে না!
কেবলই বাড়ে।
স্বপ্ন বিচ্ছেদের অনুচ্ছেদ ছুঁয়ে ছুঁয়ে,
শুধুই বাড়ে কষ্টগুলো ,
সর্বদাই উর্ধ্বমুখী!
অন্ধ সময়ের রাতের কাঁন্না শুনি
ব্যথা ভরা কষ্টের দহন,
শূন্যতায় নিভে যায় নিঝুম ভূবেনর আলো।
কষ্টের পারদ সর্বদা উর্ধ্বমুখী;
মুখোশ আটা হায়েনার তীক্ষ্ণ থাবায়
কষ্টের তাপমাত্রা শুধুই বাড়ে
কষ্টর পারদ সর্বদা উর্ধ্বমুখী।