জ্ঞানের আলোয় আলোকিত করো
পূজা করো তোমার স্রষ্টাকে,
কেটে যাবে সব অন্ধকার।
দেখা দেবে তোমার হৃদয়ে আলোর দ্যুতি
সে জ্ঞানের দ্যুতিতে কেটে যাবে সব আঁধার।
আলোকিত হবে হৃদয়।
জ্ঞানকে ভালোবাসো আর গুণীর কাছে যাও,
সত্যকে ভালোবেসে স্রষ্টার কাছে চাও।
মিথ্যা অহংকার ভুলে শান্তির বাণী ছড়াও,
বই পড়ে কোনটি সত্য জেনে নাও।
জ্ঞানি-গুনি বিজ্ঞজনেরা আলোকিত করেছে সমাজকে,
দুঃখ-গ্লাণি কেটে যাবে ভালোবসো স্রষ্টাকে।
আর ভালোবাসো স্রষ্টার সৃষ্টিকে,
অহেতুক কষ্ট দিয়ো না কাউকে।
কাজ করো ভক্তি ভরে মানবের মাঝে,
জ্ঞানের আলো ছড়াও আপন আপন কাজে।
(রচনাকাল: ১১ মার্চ ২০১৯)