মৃত্যুর মিছিলে শহিদের প্রতিধ্বনি
কালরাত্রির প্রতিবিম্ব!
মর্ত্য থেকে স্বর্গের নীলগিরি অবধি
আর আলোক পাখির ধুমায়িত সাবধানী,
জীবন রক্তের জয়গানে ঘ্রাণ আসে স্বর্গমধুর।
প্রকাশ্যে আলো হারায় বিষমাখা হাওয়া যান
আকাশ মঞ্চে জাগতিক ঝড় মহাপ্রাণ ধাবমান।
জলঘরে নর্তকীর ছায়াশরীর
বিষমাখা বান কাঁপুনি ঠোঁটে মুলতানি,
অধরা তৃষ্ণায় বন্দনাগীত পূজালোভী
অতলগহীনে কাঁদে কালরাত্রির ছবি!
শ্বেতপাথরের তিলক
দুলে ওঠে এলোমেলো রক্তরেখায়
মুক্ত পাখিরা মৃত্যুর মিছিলে
কালরাত্রির আঁধারে শহিদের ছায়া শরীর ।