বাঁকা চাঁদ উঠিয়াছে আজ, পূর্ণ উঠিবে পূর্ণিমায়;
অর্ধেক জীবন কাঁটিয়া গেলো খুঁজিতে খুঁজিতে তোমায়।
দিন-রাত-সন্ধ্যা-গোধুলি-নিশিতে খুঁজিয়াছি জনতার ভীড়ে,
কি করিয়া ভুলিব বলো ! তুমি তো আছো হৃদয় জুড়ে।
আকাশে জ্বলে মিটিমিটি তারা, জোনাকির আলো ক্ষীণ;
হৃদয় জুড়িয়া হাহাকার শুধু! কি করিয়া শোধিব ঋণ।
স্বপনের মাঝে আজও দেখি সেই শত জনমের চেনা মুখ,
খুঁজিয়া বেড়াই পাইনা কোথাও, জমাট বাঁধিয়াছে অসুখ।
পূর্ণিমা গেলো অমাবস্যা এলো, এই ভাবে কাঁটিয়াছে কতো।
শত জনমের ব্যথা নিয়ে খুঁজিয়া বেড়াই ধরায় অবিরত।
দিন শেষে ঘরে ফিরি ঐ দিগন্তে ডুবিয়াছে যখন রবি,
স্মৃতির এ্যালবাম খুঁজি যদি পাই আমার প্রিয়ার ছবি।
কতোদিন দেখি নাই আমি তাকে ধরণির পরে একা একা,
ভুলিয়া গিয়াছি তার মুখোমুখি বসা; সেই প্রিয় মুখ দেখা।
বক্ষে জ্বলে আমার তুষের আগুন, চোখেতে সর্ষে ফুল;
হৃদয় আকাশে সন্ধ্যা-শ্রাবণ ঘনীভূত মেঘ হারাইয়াছি দুইকুল।
নদীতে চলে পাল তোলা নৌকা, কৃষক চলিতেছে মাঠে;
দুরু দুরু বুকে আঁকিয়াছি ছবি এই ফুল সবুজের পটে।
শিউলি তলায় দেখা হইত আমাদের সবার উঠিবার আগে,
অভিমান-ছলনায় কাঁটিয়াছে কতদিন মিছামিছি অনুরাগে।
আঁধার তলাইয়া আলোকিত করিয়া ঊষার আকাশে টিপ,
খুঁজিতে খুঁজিতে নিভিয়া যাইবে কি আমার জীবন দীপ।